চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার জয়রামপুর থেকে ২১ কেজি গাঁজাসহ হারুন অর রশিদ (৩৮) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-৬।
শুক্রবার (৪ জুন) দুপুর দুই টার দিকে তাকে আটক করা হয়।
আটককৃত হারুন অর রশিদ চুয়াডাঙ্গা সদর থানার জালফুকা মাঠপাড়া গ্রামের মৃত আব্দুল হামিদের ছেলে।
র্যাব সুত্রে জানা যায়,গোপন সাংবাদের ভিত্তিতে ঝিনাইদহ র্যাব-৬ এর একটি দল চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে জয়রামপুর গ্রামের ধোনারচারা মাঠের হয়রত আলীর খেজুরের বাগান থেকে ২১ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। বাকি দুই আসামী পালিয়ে যায় এক টিটন (৩৫) পিতা মৃত সনজের আলী গ্রাম হাকিমপুর এবং মোহাম্মদ জাহাঙ্গীর (৪৫) পিতা তাহের হোসেন গ্রাম- লাইলক্ষীপুর,উভয়থানা- আলমডাঙ্গা, জেলা – চুয়াডাঙ্গা।
স্থানীয় লোকজনের নিকট হতে জানা যায় যে, আটককৃত আসামীর দখল হতে একটি
প্লাস্টিকের তৈরি বস্তার ভিতর থেকে কসটেপ দ্বারা মোড়ানো অবস্থায় ২১ পোটলা গাঁজা উদ্ধার পূর্বক জব্দ করে।
র্যাব-৬ এর কোম্পানী কমান্ডার জানান, আটক মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে আইনগত ব্যবস্তা নেওয়া হয়েছে। পলাতক আসামীদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত আছে।