চাল, ডাল, তেল, পেয়াজ, গ্যাস সহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যের অস্বাভাবিক মূল্য বৃদ্ধির প্রতিবাদে কেন্দ্রীয় কর্ম সূচির অংশ হিসাবে ৫ই মার্চ বিকাল ৪টায় হাসপাতাল সড়কস্থ কালিগঞ্জ উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে কালিগঞ্জ উপজেলা ও এর সকল অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে আজকের বিক্ষোভ সমাবেশ ও প্রতিবাদ সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল কেন্দ্রীয় কমিটির সম্মানিত সদস্য ও কালিগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক জনাব এ কে এম হারুন অর রশীদ মোল্ল্যা।
সঞ্চালনা করেন কালিগঞ্জ উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক সাইফুজ্জামান স্বপন।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সফল ছাত্রনেতা কালিগঞ্জ উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক জনাব হামিদুল ইসলাম হামিদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালিগঞ্জ পৌর বিএনপির আহবায়ক আলহাজ্ব আতিয়ার রহমান।
বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন কালিগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক মোস্তফা আব্দুল জলিল, আবুল কালাম আজাদ, ইসরাইল হোসেন জীবন, উপজেলা বিএনপির সদস্য, রেজাউল ইসলাম, আফসার আলী, জুমারত আলী জুম্মা, আনোয়ার হোসেন, আশরাফুল ইসলাম, অধ্যাপক আব্দুল মজিদ, নাজমুল হাসান তিতাস, কালিগঞ্জ পৌর বিএনপির যুগ্ম আহবায়ক মিজানুর রহমান লাল্টু, কালিগঞ্জ উপজেলা যুবদলের সদস্য সচিব মাহাবুবুর রহমান মিলন, পৌর যুবদলের আহবায়ক শাহজাহান আলী খোকন, পৌর বিএনপি নেতা কামরুল ইসলাম মুন্সি, সোহরাব হোসেন রাজু, ইয়ানুর রহমান, জেলা যুবদলের সদস্য শহীদুল ইসলাম, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক মোস্তাফিজুর রহমান কাজল, সাইফুল ইসলাম টুটুল, পৌর যুবদলের যুগ্ম আহবায়ক শাহিন লস্কার, ফারুক হোসেন, যুবনেতা সাইফুল ইসলাম, কালিগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মিলন হোসাইন, পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক জাহাঙ্গীর হোসেন সহ বিভিন্ন ইউনিয়ন থেকে আগত বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল, শ্রমিক দল ও ছাত্রদলের নেতৃবৃন্দ।
এসময় মিটিংয়ে উপস্থিত বক্তরা এই অবৈধ সরকারের তীব্র সমালোচনা করেন এবং অচিরেই নিরপেক্ষ নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবি জানান।