সরকারি কলেজের মাস্টাররোল কর্মচারীদের চাকরি জাতীয়করণের দাবিতে মানববন্ধন করেছে সরকারি তিতুমীর কলেজের কর্মচারীরা। আজ ১১অক্টোবর শনিবার কলেজের প্রধান ফটকে এই মানববন্ধন করা হয়।মানববন্ধন থেকে কয়েক দফা দাবি তোলেন তারা।
মানববন্ধনে বক্তারা বলেন অস্থায়ী কর্মচারীদের চাকরি জাতীয়করণ করতে হবে।করোনা মহামারীতে তাদের কষ্টের কথা বোঝাতে তারা বলেন ৬-৭হাজার টাকা বেতনে সংসার চলে না।বাজারে গেলে ৫’শ টাকার নিচে বাজার হয় না।
কর্মচারীদের দাবিগুলো হলো, সরকারি কলেজে নিয়োগপ্রাপ্ত কর্মচারীদের নিয়োগের দিন হতে চাকরি জাতীয়করণ করতে হবে,জাতীয়করণের পুর্বে সরকারি বেতন স্কেল অনুযায়ী বেতন ভাতা প্রদান করতে হবে,চলমান ককর্মচারীদের চাকরি সরকারিকরণ না হওয়া পর্যন্ত নতুন নিয়োগ বন্ধ রাখতে হবে,নতুন পদ সৃষ্টি করে কর্মচারীদের স্ব স্ব পদে নিয়োগ দিতে হবে,কর্মকর্তাদের নিয়োগের ক্ষেত্রে বয়সের কোন উর্ধসীমা করা যাবে না।
দাবি না মানা হলে আরো কঠিন কর্মসূচির ঘোষণা দেন বক্তারা।
এ জাতীয় আরো খবর ....