নিজ পেশার অনেক সিনিয়রদের চেনেন না নতুন প্রজন্মের সংবাদকর্মিরা। কিন্ত পরস্পরের মধ্যে চেনা জানা থাকাটা জরুরী। আবার পেশাগত ব্যস্ততায় অনেকের সাথে অনেকের দেখাও হয় না। বিষয়টি মাথায় নিয়ে ঝিনাইদহ কালীগঞ্জের জনপ্রিয় অনলাইন পোর্টাল সবুজ দেশ নিউজ আয়োজন করেছে ৪ দলীয় মিডিয়াকাপ বন্ধুত্বপূর্ণ ফুটবল টুর্নামেন্টের। কালীগঞ্জ প্রেসক্লাবের সহযোগীতায় খেলাটি আজ শনিবার বেলা ৩ টায় সরকারী নলডাঙ্গা ভূষন হাইস্কুল মাঠে অনুষ্ঠিত হবে। শুধু সাংবাদিকদের অংশ গ্রহনে ৪ দলীয় ফুটবল খেলায় কালীগঞ্জ প্রেসক্লাব ছাড়াও অংশ গ্রহন করবে ঝিনাইদহ, মহেশপুর ও কোটচাঁদপুর প্রেসক্লাবের সংবাদকর্মিরা। বেলা ৩ টায় দিনের প্রথম খেলায় প্রতিদ্বন্দিতা করবে শক্তিশালী কালীগঞ্জ প্রেসক্লাব বনাম কোটচাঁদপুর প্রেসক্লাব। দিনের দ্বিতীয় খেলায় দক্ষিণবঙ্গের টাইগার খ্যাত ঝিনাইদহ প্রেসক্লাবকে মোকাবেলা করবে ফুটবলের সীমান্তসেনা শক্তিশালী মহেশপুর ফুটবল একাদশ। এরপর উভয় ম্যাচের বিজয়ীরা আবার মাঠে নামবেন শিরোপা জিততে।
আয়োজক সবুজ দেশ নিউজের বার্তা প্রধান শাহরিয়ার আলম সোহাগ জানান, সংবাদকর্মিদের মিলন মেলায় পরিণত করতে তারা এ ব্যতিক্রমী আয়োজন করেছেন। খেলায় বাড়তি আকর্ষন হিসাবে প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে খেলবেন সংশ্লিষ্ট প্রেসক্লাব এলাকার এমপি, উপজেলা চেয়ারম্যান,পৌর মেয়র, উপজেলা নির্বাহী কর্মকর্তা, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা অংশ গ্রহন করবেন। খেলা শেষে স্থানীয় সাংসদ আনোয়ারুল আজিম আনার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরষ্কার তুলে দেবেন।