এহসান রফিক
ঝিনাইদহের মোবারকগঞ্জ চিনিকলে ২০২০-২১ অর্থ বছরে আখ মাড়াই মৌসুমের উদ্বোধন করা হয়েছে। শুক্রবার সন্ধ্যায় কারখানার ডোঙ্গায় আখ ফেলে মাড়াই মৌসুমের উদ্বোধন করেন ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার।
এসময় কারাখানার ব্যবস্থাপনা পরিচালক আনোয়ার কবির, আখচাষী স্থানীয় সূধী সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন। কারখানা কর্তৃপক্ষ জানায়, ৫৪ তম এ মৌসুমে ১’শ ২১ দিনে ১ লাখ ৬০ হাজার মেট্টিক টন আখ মাড়াই করে ১০ হাজার ৪০০ মেট্টিক টন চিনি উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। এবার পার্শবর্তী কুষ্টিয়া জেলা থেকেও এ মিলে আখ সরবরাহ করা হবে। যার পরিমান ২১ হাজার ৩’শ ৫০ মেট্টিক টন আখ।