কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি
ঝিনাইদহের কালীগঞ্জ পৌরসভার মেয়র ও পৌর আ’লীগের সাংগাঠনিক সম্পাদক আশরাফুল আলম আশরাফের পিতা অবসরপ্রাপ্ত ফায়ার সার্ভিস ষ্টেশন অফিসার আকবর আলী বিশ^াস (৮২) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি …… রাজেউন)। শুক্রবার সকাল ৯ টা ১৫ মিনিটে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি মধুগঞ্জ কাঠাল বাগান এলাকায় নিজ বাড়িতে মৃত্যুবরন করেন। তিনি চাকুরী থেকে ২০০১ সালে অবসরে যান। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৪ পুত্র ও ২ কন্যা সন্তান সহ অসখ্য গুনগ্রাহী রেখে গেছেন। শুক্রবার আছরবাদ সরকারী ভ’ষনস্কুল ঈদগাহ মাঠে মরহুমের জানাজা নামাজ শেষে পারিবারিক গোরস্থানে তাকে দাফন করা হয়েছে।
মরহুমের জানাজায় ঝিনাইদহ- ৪ কালীগঞ্জ আসনের এমপি আনোয়ারুল আজিম আনার, সাবেক মেয়র উপজেলা বিএনপির আহব্বায়ক মাহবুবুর রহমান, ঝিনাইদহ জেলা পরিষদের সদস্য ও কালীগঞ্জ উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক জাহাঙ্গীর হোসেন সোহেল, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান শিবলী নোমানী, পৌর আ’লীগের ভারপ্রাপ্ত সভাপতি ফরিদ উদ্দিন, পৌর সভার কাউন্সিলর কর্মকর্তা কর্মচারী ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী. গনমাধ্যমকর্মী সহ স্থানীয় সুধীজনেরা অংশগ্রহন করেন।