কালীগঞ্জ পৌরসভার প্যানেল মেয়র ও আঃ লীগ নেতা বিশিষ্ট সমাজ সেবক তোরাব আলী আর নেই। আজ ভোরে এই প্রতিতযশা রাজনীতিবিদ শেষ নিশ^াস ত্যাগ করেছেন। তার বন্যাঢ্য রাজনৈতিক জীবনে কালীগঞ্জ পৌরসভার ৪নং ওয়ার্ড তথা হেলাই গ্রামের তিন বারের নির্বাচিত কাউন্সিলর ছিলেন তোরাব আলী। বর্তমানে তিনি পৌর প্যানেল মেয়র হিসেবেও দায়িত্ব পালন করছিলেন। তিনি কালীগঞ্জ পৌর আওয়ামী লীগের দুইবার নির্বাচিত সাধারণ সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেছেন। কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কপপ্লেক্্ের গত দুইদিন আগে গ্যাস্টিক জনিত শারীরিক সমস্যা নিয়ে ভর্তি হন। তার শারীরিক অবস্থার অবনতি হলে ৪ অক্টোবর রাত ১০ টার দিকে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ ভোররাতে তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহে ও ইন্না ইলাহি রাজেউন)। তিনি ডায়াবেটিসসহ নানা জটিল রোগে দীর্ঘ দিন যাবত ভুগছিলেন।মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৭ বছর। মৃত্যুকালে তিনি ১ ছেলে ও এক মেয়ে ১ স্ত্রী সহ অসংখ্য গুনাগ্রাহী রেখে গেছেন । আজ সোমবার বাদ যোহর নামাজের জানাজা শেষে হেলাইগ্রামে পারিবারিক গোরস্থানে দাফন করা হবে। ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য ও কালীগঞ্জ উপজেলা আঃ লীগের সাধারন সম্পাদক আনোয়ারুল আজীম আনার, সহ স্থানীয় নেতৃবৃন্দ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ তাকে এক নজর দেখার জন ছুটে যান। তিনি তার বর্নাঢ্য রাজনৈতিক জীবনে হেলাই গ্রাম তথা কালীগঞ্জ পৌর এলাকায় অনেক উন্নয়নমুলক কর্মকান্ডের সাথে জড়িত ছিলেন। তার শোকহত পরিবার ও রুহের মাগফেরাত কামনা করেছেন বিভিন্ন্ স্তরের মানুষ