কালীগঞ্জ উপজেলা ব্যবসায়ী মালিক সমিতির এক সাধারন সভা শনিবার রাতে সমিতির নিজস্ব কার্ষালয়ে অনুষ্টিত হয়েছে। সমিতির আহব্বায়ক এমদাদুল ইসলাম ইন্তার সভাপতিত্বে অনুষ্টিত সভার মাধ্যমে ১৫১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ আহব্বায়ক কমিটির অনুমোদন দেওয়া হয়।
শুরুতেই সভায় আগত ব্যাবসায়ী সদস্যদেরকে ফুল দিয়ে বরন করে নেওয়া হয়। এরপর কোরআন তেলওয়াত ও গীতা পাঠ শেষে সভার কার্ষ্যক্রম শুরু করা হয়। সভাতে ব্যাবসায়ীগন কালীগঞ্জ বাজারের বিভিন্ন ট্রেডের ব্যাবসাযীদের শৃংখলভাবে ব্যবসা পরিচালনার উপর আলোকপাত করেন। এতে সিদ্ধান্ত হয় যে অদ্য থেকেই কালীগঞ্জের সকল শ্রেনী পেশার ব্যাবসায়ীদের নিয়ে সমিতির সদস্য অন্তভ’ক্ত করন সহ ভোটার তালিকা তৈরি করা হবে। এবং আগামী ৬ মাসের মধ্যে সুন্দর একটি নির্বাচনের মাধ্য পূর্ণাঙ্গ কার্ষ্যকরী কমিটি গঠন করা হবে।
সমিতির যুগ্ন আহব্বায়ক জহুরুল হক বিপ্লবের পরিচালনায় সভাতে ব্যাবসায়ী নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন, আব্দুল হান্নান, শফিকুল ইসলাম শফি, আক্তার হোসেন দোলা, মাজাহারুল ইসলাম শিপন, মিজানুর রহমান, টিপু সুলতান, আব্দুল কাদের, মাওঃ মাসুম বিল্লাহ, মসলেম উদ্দিন, রেজাউল ইসলাম, সেলিম রেজা, রবিউল ইসলাম ও মাহবুবুর রহমান প্রমুখ।