ঝিনাইদহের কালীগঞ্জে স্বেচ্ছাসেবী যুব সংগঠন কালীগঞ্জ ইয়ুথ এগেইনস্ট হাঙ্গারের (২০২৪-২৫) নতুন কমিটি গঠন করা হয়েছে। সোমবার (১৯ ফেব্রুয়ারী) কালীগঞ্জ পৌরসভার বলিদাপাড়া সুনিকেতন সেমিনার কক্ষে কাউন্সিল ও আলোচনা শেষে কমিটি ঘোষণা করা হয়।
কমিটিতে সভাপতি পদে ফাওজুর রহমান সাবিত সাধারণ সম্পাদক এহতেশাম রফিক সাংগঠনিক সম্পাদক তানভীর হোসেন মুন্না সহ-সভাপতি: ইতি ব্যানাজীর্ সহ সাধারণ সম্পাদক শেখ সাদী বিন হাফিজ অর্থ সম্পাদক তুলি বিশ্বাস তথ্য ও যোগাযোগ সম্পাদক জয়া বিশ্বাস প্রচার ও প্রকাশনা সম্পাদক দ্বীপ কুমার সাহা ক্যাম্পেইন সম্পাদক স্বাদিকুন নাহার নির্বাহী সদস্য: চুমকি খাতুন, ফাতেমা খাতুন, মাহফুজুর রহমান, পারভেজ রহমান, শারমিন জাহান, আকিদুল ইসলাম
জাপান ভিক্তিক এই সংগঠনের লক্ষ্য ও উদ্দেশ্য হলো ক্ষুধা ও দারিদ্র্য দূরীকরণে কাজ করা।স্থানীয় সম্প্রদায়ের উন্নয়নে অবদান রাখা। শিক্ষা ও কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি করা।সামাজিক সচেতনতা বৃদ্ধি করা। শীতার্থ মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ। অসহায়দের মাঝে খাবার বিতরণ। দুর্যোগে ক্ষতিগ্রস্তদের জন্য ত্রাণ বিতরণ। বিনামূল্যে চিকিৎসা শিবির আয়োজন।রক্তদান শিবির আয়োজন।মেধাবী শিক্ষার্থীদের জন্য শিক্ষাবৃত্তি প্রদান।দরিদ্র ও অসহায় শিক্ষার্থীদের জন্য শিক্ষা সহায়তা প্রদান।যুবদের জন্য কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি। মাদকের বিরুদ্ধে আন্দোলন। পরিবেশ রক্ষার জন্য কর্মসূচি।
উল্লেখ্য, ইয়ুথ এগেইনস্ট হাঙ্গার কালীগঞ্জের একটি সুপরিচিত স্বেচ্ছাসেবী সংগঠন। দীর্ঘদিন ধরে সংগঠনটি বিভিন্ন সামাজিক ও জনসেবামূলক কর্মকাণ্ড পরিচালনা করে আসছে। নতুন কমিটি গঠনের ফলে সংগঠনের কর্মকাণ্ড আরও গতিশীল হবে বলে আশা করা হচ্ছে। নবনির্বাচিত কর্মকর্তাদের শুভেচ্ছা জানিয়েছেন হাঙ্গার ফ্রি ওয়াল্ডের কান্টি ডিরেক্টর আতাউর রহমান মিটন।