ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্টান থেকে পাবলিক বিশ^বিদ্যালয়, মেডিকেল কলেজ ও ডেন্টাল কলেজে ভর্তির সুযোগপ্রাপ্ত মেধাবী শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়েছেন কালীগঞ্জ উপজেলা নির্বার্হী অফিসার সাদিয়া জেরিন। তিনি তার ব্যাক্তিগত উদ্যোগে আমন্ত্রন জানিয়ে গতকাল সকালে উপজেলা পরিষদে আসা ১১ জন শিক্ষার্থীকে ফুলেল শুভেচ্ছা জানালেন। এ সময় শিক্ষার্থীরা তাদের আগামী দিনের পরিকল্পনা ও অনুভূতি প্রকাশ করেন।
ইউএনও সাদিয়া জেরিন জানান, ২০২১- ২০২২ শিক্ষাবর্ষে এ উপজেলা থেকে বিশ^বিদ্যালয় ও মেডিকেলে ভর্তির সুযোগপ্রাপ্ত শিক্ষার্থীরা আগামী দিনের জাতির ভবিৎষত। তারা সুশিক্ষায় শিক্ষিত হয়ে আগামী দিনে একেক জন রাষ্টের গুরুত্বপূর্ণ দ্বায়িত্বে আসিন হবেন। এজন্য তাদের চলার পথ মৃসন করতেই তিনি তার অভিজ্ঞতার ঝুলি থেকে মতামত শেয়ার করেন। ব্যাতিক্রমী এ অনুষ্টানে আরো উপস্থিত ছিলেন বিশিষ্ট দুইজন শিক্ষাবিদ কালীগঞ্জ এ এন্ড এফ মহিলা কলেজের অধ্যক্ষ আব্দুর রাজ্জাক ও শহীদ নুর আলী কলেজের অধ্যক্ষ রাশেদ ছাত্তার তরু।