কালীগঞ্জে ৩ দিনের ক্রিকেট সিরিজের প্রথম দিনের ম্যাচে ৫ ইউকেটে জয় করেছে কালীগঞ্জ ক্রিকেট একাডেমি। বৃহস্পতিবার নলডাঙ্গা ভ’ষনস্কুল মাঠে তারা খুলনা ক্রিকেট একাডেমিকে পরাজিত করে। কালীগঞ্জ ক্রীড়া ফেডারেশনের আয়োজনে বুধবার বিকালে শুভেচ্ছা বিনিময়ের মাধ্যমে দুই দলের মধ্যেকার ৩ দিনের ক্রিকেট সিরিজের উদ্বোধন করেন ফেডারেশনের সভাপতি ও স্থানীয় সাংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার।
কালীগঞ্জ ক্রিকেট একাডেমির কোচ মশিউর রহমান নয়নের সার্বিক ব্যাবস্থাপনায় বৃহস্পতিবার সকালে ভ’ষন মাঠে অনুষ্টিত সিরিজের প্রথম ম্যাচে কালীগঞ্জ মুদ্রা নিক্ষপনে জয়ী হয়ে ব্যাট করার আমন্ত্রন জানায় খুলনা ক্রিকেট একাডেমিকে। ৪০ ওভারের খেলায় খুলনা দল ব্যাট করতে নেমে ৩৬ ওভারে সবকটি ইউকেট হারিয়ে ১৯৪ রান করে। খুলনার ইব্রাহিম দলের পক্ষে সর্ব্বোচ ৫০ রান করেন। জবাবে ব্যাট করতে নেমে কালীগঞ্জ ক্রীকেট একাডেমি ২৯ ওভার বল খেলে ৫ ইউকেট হারিয়ে ১৯৬ রান করে। ফলে ৫ ইউকেটের ব্যাবধানে জয় পায় কালীগঞ্জ ক্রীকেট দল। বিজয়ী কালীগঞ্জ দলের পক্ষে সর্ব্বোচ ইমরান ৬২ ও ইমন ৪০ রান করে। ইমরান বেশি রান করায় ম্যান অব দি ম্যাচ নির্বাচিত হন। খেলায় আম্পায়ারের দায়িত্বে ছিলেন হুশাইন ও মাহিম হোসেন।
খেলা শেষে ম্যান অব দি ম্যাচ ইমরানের হাতে পুরস্কার নগদ টাকা তুলে দেন অতিথি কালীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি ও ক্রীড়া ফেডারেশনের যুগ্ন-সম্পাদক জামির হোসেন। এ সময়ে কালীগঞ্জ টিমের কোচ ও আম্পায়ার মশিউর রহমান নয়ন সহ অন্নান্যরা উপস্থিত ছিলেন। আগামী শুক্র ও শনিবার একই মাঠে সিরিজের ২য় ও ৩য় ম্যাচ অনুষ্টিত হইবে।