ঝিনাইদহের কালীগঞ্জের উপর দিয়ে বয়ে যাওয়া ১০ মিনিটের কালবৈশাখী ঝড়ে লন্ডভন্ড হয়ে গেছে উপজেলার বিভিন্ন গ্রাম।
স্থানীয়রা জানায়, শনিবার সকাল ৬টার দিকে হঠাৎ করেই আকাশ মেঘাচ্ছন হয়ে পড়ে। মুহূর্তেই বৃষ্টির সাথে শুরু হয় প্রচন্ড ঝড়। এতে কালীগঞ্জ উপজেলার এনায়েতপুর, রঘুনাথপুর, পিরোজপুর ও খোসালপুরসহ ১০টি গ্রাম ব্যাপক ক্ষতিগ্রস্থ হয়। ১০ মিনিট স্থায়ী হওয়া এই ঝড়ে বাড়িঘর, আম, কলা, ফসল, বিদ্যুতের পোল ও বিভিন্ন গাছ ভেঙ্গে গেছে। ফলে ওই এলাকায় বিদ্যুত বিচ্ছিন্ন রয়েছে।
ইউপি চেয়ারম্যান রাজু আহমেদ রনি লস্কর জানান
সকালে হঠাৎ করে খুব ঝড় শুরু হয়। এর আগে আম্পানের সময় যে ঝড় হয়েছিল। তেমন ঝড় আজকে হয়েছে। আমাগের বাড়ি-ঘর ভেঙ্গে গেছে। আম বাগান, লিচু বাগান, কলা বাগানের ক্ষতি হয়েছে। নরেন্দ্রপুর গ্রামের সিরাজ মল্লিকের বসত বাড়ি ঝড়ে উড়ে গেছে এ ছাড়াও অনেক মানুষ খোলা আকাশের নীচে আছেন। তাদের পুনরবসানের জন্য ব্যবস্থা গ্রহন করা হবে। এদিকে ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য ও কালীগঞ্জ উপজেলা আঃ লীগের সাধারন সম্পাদক আনোয়ারুল আজিম আনার ঝড়ে ক্ষতিগ্রস্থ এলাকা পরিদর্শন করেছেন ক্ষতিগ্রস্থ মানুষের পশে দাড়ানোর আশ^াস প্রদান করেছেন।
কালীগঞ্জ পল্লী বিদ্যুৎ অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার রথীন্দ্রনাথ বসাক বলেন, ঝড়ে ৩৩ টি বিদ্যুতের পোল ভেঙ্গেছে। তাছাড়া ৩৩ কেভি লাইনের উপর গাছ পড়েছে আর তার ছিড়ে গেছে। আমাদের সব স্থানেই মেরামতের কাজ চলছে। সঠিক সময় বলা সম্ভব না তবে বিকেলের মধ্যে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হবে বলে আশা করছি।
ঝিনাইদহের জেলা প্রশাসক মনিরা বেগম বলেন, আমরা ক্ষতিগ্রস্থদের তালিকা করছি। তালিকা শেষ হয়ে তারা যেন সহযোগীতা পায় সে ব্যাপারে মন্ত্রনালয়ে আবেদন করা হবে।