ঝিনাইদহের কালীগঞ্জে মটরসাইকেলের ধাক্কায় রাকিবুল হাসান (২৭) নামের এক যুবক নিহত হয়েছে। শুক্রবার শুক্রবার ৫ ফেব্রুয়ারী বিকাল সাড়ে ৫টার দিকে উপজেলা শহরের গান্না সড়কের কৃষি অফিসের সামনে এ ঘটনা ঘটে। নিহত রাকিব কালীগঞ্জ পৌরসভাধীন কলেজ পাড়ার আবু বক্কর মন্ডলের ছেলে।
জানা যায়, বিকালে কালীগঞ্জ শহর থেকে মটরসাইকেল যোগে গান্না সড়ক ধরে যাচ্ছিল। কৃষি অফিসের সামনে পৌছালে সামনের দিক থেকে আসা অপর একটি মটরসাইকেলের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মটরসাইকেলসহ ছিটকে পড়ে রাস্তার পাশের বৈদ্যতিক পিলারে ধাক্কা খায়। এ সময় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
কালীগঞ্জ থানার উপ-পরিদর্শক শেখ সুজাত আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান মৃতদেহটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।