ঝিনাইদহে কালীগঞ্জ ঢাকা – খুলনা মহাসঢ়কের পিরোজপুর নামক স্থানে এক
মর্মান্তিক সড়ক দুর্ঘটনা নারী সহ ৩ জন নিহত, এসময় আহত হয়েছে আরো
৩ শিশু। এদের মধ্যে ঘঠনাস্থলেই মারা গেছেন ২ জন। নিহতরা হলেন ঠিকডাঙ্গা
গ্রামের বাসিন্দা ত্রি হুইলার চালক কালাম হোসেন(৩৮) ও সাতগাছিয়া গ্রামের
কামরুলের স্ত্রী শরিফা খাতুন(২৮) । অন্য দিকে, পিরোজপুর গ্রামের মৃত পদ দাসের
পুত্র অরবিন্দু দাস(৪৫) কে হাসাপাতালে নেওয়ার পর মারা যান ।
এবং নিহত শরিফা খাতুনের ৩ শিশুকে মুমূর্ষু অবস্থায় যশোর মেডিকেল কলেজ
হাসপাতালে ভর্তি করা হয়েছে।
কালীগঞ্জ থানার ইনচার্জ মাহাবুবুর রহমান জানান, আজ রাত ৮ টার দিকে একটি
ত্রি হুইলার বারবাজার থেকে কালীগঞ্জের দিকে যাচ্ছিল। অন্য দিক থেকে যশোর থেকে
ছেড়ে আসা পিকআপ ট্রাক পিরোজপুর গ্রামের আমজাদ আলী তেল পাম্পের
নিকটে পৌছালে এই দূর্ঘটনা ঘটে।
স্থানীয় বাসিন্দা মোজাম্মেল হোসেন জানান, এই জায়গাটা খুবই অনিরাপদ
প্রতি বছর অনেক বড় বড় দুর্ঘটনা পিরোজপুরের এই স্থানটাতে ঘটে থাকে|