ঝিনাইদহের কালীগঞ্জে হাজী রফিউদ্দিন এন্ড সন্স এর আয়োজনে সেভেন রিংস্ সিমেন্টের শুভ হালখাতা ও পার্টনার মিট অনুষ্ঠিত হয়েছে। বুধবার সরকারি নলডানঙ্গা ভূষণ স্কুল মাঠ সংলগ্ন জেলা পরিষদ অডিটোরিয়ামে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ ৪ আসনের মাননীয় সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান এস এম জাহাঙ্গীর সিদ্দিকী ঠান্ডু, পৌর মেয়র আশরাফুল আলম আশরাফ, উপজেলা ভাইস চেয়ারম্যান শিবলী নোমানী, সাবেক পৌর মেয়র মাহবুবুর রহমান, মটর মালিক সমিতির সভাপতি আলহাজ্ব ফরিদ উদ্দিন মিয়া। আরও উপস্থিত ছিলেন বিভিন্ন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকগণ এবং সেভেন রিংস্ এর বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, ডিলার ও ক্রেতারা সহ স্থানীয় সুধীমহল। অনুষ্ঠানটি সার্বিকভাবে পরিচালনা করেন হাজী রফিউদ্দিন এন্ড সন্স এর স্বত্বাধিকারীরা রাশেদুল হাসান রুলু।
অনুষ্ঠানের শুরুতে প্রীতিভোজ দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়, অনুষ্ঠানে সেভেন রিংস্ এর এই বছরের সর্বোচ্চ বিক্রেতা হরিণাকুন্ডুর সাব্বির এন্টারপ্রাইজকে প্রথম প্রাইজ হিসেবে সর্ণের চেইন দেওয়া হয়। পরে বিভিন্ন পার্টনার ও ডিলারদের মাঝে তিনশতাধিক উপহার বিতরণ দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়।