প্রথম আলোর জৈাষ্ঠ প্রতিবেদক রোজিনা ইসলামকে পেশাগত দায়িত্ব পালনকালে তাকে মন্ত্রনালয়ে ৫ ঘন্টা আটক রেখে নির্যাতন ও মিথ্যা মামলা দিয়ে জেল হাজতে পাঠানো প্রতিবাদে ঝিনাইদহের কালীগঞ্জে কর্মরত সকল সাংবাদিক ও কালীগঞ্জ প্রেসক্লাবের আয়োজনে সাংবাদিক রোজিনা ইসলামকে নিশর্ত মুক্তির দাবীতে আজ বুধবার শহরের মেইন বাসষ্ট্যান্ডে সকাল ১০ টা থেকে ঘন্টাব্যাপী মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছেন। উক্ত সমাবেশে বক্তব্য রাখেন মাইটিভির জেলা প্রতিনিধি মিটু মালিতা, আর টিভির শিপলু জামান, লোক সমাজের শাহাজান আলী সাজু,দিনকালের জাকারিয়া হোসেন, সমকালের জামির হোসেন, ও প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক আজাদ রহমান প্রমুখ। সাংবাদিকরা বলেন অবিলম্বে মিথ্যা মামলা প্রত্যাহার এবং নিশর্ত ভাবে তাকে মুক্তি দিতে হবে অন্যথায় বৃহত্তর আন্দোলন কর্মসূচী ঘোষনা করা হবে।