ঝিনাইদহের কালীগঞ্জে বঙ্গবন্ধু সৃজনশীল মেধা অন্বেষণ প্রতিযোগীতা ২০২৩ এ দৈনন্দিন বিজ্ঞান বিভাগে প্রথম হয়েছে ওয়ারিদ আকিব। ওয়ারিদ আকিব গাজি টিভির ঝিনাইদহ জেলা প্রতিনিধি ওয়ালিয়ার রহমান ও স্বাস্থ্যকর্মী আরাফা খাতুন দম্পতির প্রথম সন্তান। মঙ্গলবার সকালে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে তার হাতে পুরস্কার তুলে দেন নির্বাহী অফিসার ইসরাত জাহান । এ সময় উপস্থিত ছিলেন সরকারি নলডাঙ্গা ভূষন মাধ্যমিক বিদ্যালযের প্রধান শিক্ষক মকবুল হোসেন তোতা ও কালিগঞ্জ মাধ্যমিক শিক্ষা অফিসার । একই সময় বিভিন্ন বিভাগে বিজয়ী সেরা ১২ জনকেও পুরস্কৃত করা হয়। ওয়ারিদ কালীগঞ্জ শহরের সরকারী নলডাঙ্গা ভূষণ মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী। সে শিক্ষকসহ সকলের কাছে দোয়া প্রার্থনা করেছে।