সম্প্রতি কালীগঞ্জ উপজেলায় সড়ক দুর্ঘটনার সংখ্যা বৃদ্ধি পাওয়ায় জনমনে তীব্র উদ্বেগ দেখা দিয়েছে। এই পরিস্থিতি মোকাবেলায় এবং জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে কালীগঞ্জ পৌরসভা ‘সড়ক দুর্ঘটনা প্রতিরোধে সচেতনতামূলক কর্মসূচি—২০২৪’ আয়োজন করে।
কর্মসূচির অংশ হিসেবে আজ শনিবার, বেলা ১১ টার দিকে কালীগঞ্জ মেইন বাসষ্ট্যান্ডের ঢাকা—খুলনা মহা—সড়কে জনসচেতনা মূলক নানা কর্মসূচীর আয়োজন করে উক্ত কর্মসূচীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালীগঞ্জ পৌরসভার মেয়র আশরাফুল আলম আশরাফ বিশেষ অতিথি কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু আজিব। অন্যান্য অতিথির মধ্যে মহিলা ভাইস চেয়ারম্যান শাহনাজ পারভিন, পৌর স্যানেটারী ইন্সপেক্টর আলমগীর হোসেন, উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক জাহাঙ্গীর হোসেন সোহেল, পৌর ব্যবসায়ী সমিতির সাংগঠনিক সম্পাদক জহুরুল হক বিপ্লব, পৌরসভার সকল কাউন্সিলর, কর্মকর্তা—কর্মচারী, রেড ক্রিসেন্টের সেচ্ছাসেবক দল, গণমাধ্যম কর্মীসহ সর্বস্থরের মানুষ।
পৌর মেয়র আশরাফুল আলম আশরাফ গত ৩ দিনে মোটরসাইকেল দুর্ঘটনায় ৩ যুবকের মৃত্যুর তথ্য তুলে ধরেন। জানুয়ারী মাসে মটরসাইকেল দুর্ঘটনায় আরও ৩ যুবকের মৃত্যুর ঘটনার উল্লেখ করেন। দুর্ঘটনার কারণ হিসেবে হেলমেট ব্যবহার না করা, উঠতি বয়সের যুবকদের বেপরোয়া মোটরসাইকেল চালানো, বাস, ট্রাকসহ অন্যান্য যাবাহনের চালকদের দানবীয় গতি, অতিরিক্ত যানবাহনের চাপ, শিশু ও অদক্ষ চালকদের উপস্থিতি ইত্যাদি চিহ্নিত করেন। সমাধান হিসেবে পৌর শহরের মধ্যে প্রবেশের দেড় কিলোমিটার আগে থেকেই সকল যানবাহনের সর্বচ্চো গতি ২০ কিলোমিটার রাখার প্রস্তাব করেন। হেলমেট ব্যবহারে কঠোর নিয়ম প্রয়োগ, যত্রতত্র গরুছাগল ছেড়ে দিলে জরিমানা এবং উঠতি বয়সি যুবকদের হেলমেট ছাড়া মোটরসাইকেল চালানো বন্ধের উপর জোর দেন।