ঝিনাইদহের কালীগঞ্জ পৌরসভার বলিদাপাড়া থেকে ১৩০ বোতল ভারতীয় ফেন্সিডিলসহ শাহাঙ্গীর হোসেন আপে (৩৫) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-৬। শুক্রবার (১৪ মে) ঈদের দিন বেলা ১১ টার দিকে তাকে আটক করা হয়। আটককৃত শাহাঙ্গীর হোসেন কালীগঞ্জ পৌরসভার আড়পাড়া গ্রামের জাহাঙ্গীর হোসেনের ছোট ভাই।
র্যাব সুত্রে জানা যায়,গোপন সাংবাদের ভিত্তিতে ঝিনাইদহ র্যাব-৬ এর একটি দল ঝিনাইদহের জেলার কালীগঞ্জ এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে সুগার মিলের পেছনের বলিদা পাড়ার এলাকা থেকে এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। এ সময় ১৩০ বোতল ফেন্সিডিলসহ দুইটি মোবাইল সেট উদ্ধার করা হয়। স্থানীয় লোকজনের নিকট হতে জানা যায় যে, সে একজন পেশাদার মাদক ব্যবসায়ী এবং সে দীর্ঘ দিন যাবৎ অবৈধ ভাবে বিভিন্ন ধরনের মাদকদ্রব্য ক্রয়- বিক্রয় কার্যক্রম চালিয়ে আসছেন।
র্যাব-৬ এর কোম্পানী কমান্ডার মেজর মোহাম্মদ মাসুদ হায়দার জানান, আটক মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে আইনগত ব্যবস্তা নেওয়া হয়েছে।