ঝিনাইদহ জেলার কালীগঞ্জ উপজেলায় র্দুবৃত্তরা কৃষকের ফসলি ক্ষেত কেটে সাবাড় করে দিচেছ। রাতের আধারে এ ঘটনা ঘটছে দীর্ঘদিন ধরে।গত শুক্রবার রাতে উপজেলার গয়েশপুর গ্রামের বিশারত মন্ডলের ফুল কপির ক্ষেত কটে ওই কৃষকের কমপক্ষে ৫০ হাজার টাকার ক্ষতি করেছে বলে দাবি করেছেন ঐ কৃষক।
একই গ্রামের কৃষক কবিরুল ইসলাম জানান, সম্প্রতি এলাকায় ফসলী ক্ষেত বিনষ্টের ঘটনা বৃদ্ধি পেয়েছে। দূবৃর্ত্তরা রাতের আধারে ধরন্ত -ফলন্ত ক্ষেত নষ্ট করছে। কৃষকেরা ধারদেনার মাধ্যমে ফসল চাষ করার পর ভরা ক্ষেত নষ্ট হওয়ায় পথে বসার উপক্রম হচেছ। রাতের আধারে কে বা কারা জঘন্যতম কাজটি করছে। যে কারনে ক্ষতিগ্রস্থরা নির্দিষ্টভাবে কারও বিরুদ্ধে অভিযোগও দায়ের করতে পারছেন না। ফলে এমন ক্ষতিকর কাজ করেও দুর্বৃত্তরা থাকছে ধরা ছোয়ার বাইরে। এদিকে প্রায়ই ক্ষেত নষ্টের ঘটনা ঘটায় সবজি ক্ষেতের মালিকেরা আতঙ্কে দিন কাটাচেছ।
কালীগঞ্জ থানার ওসি মাহাফুজুর রহমান মিয়া জানান, এসব অভিযোগ নিয়ে কেউ থানায় আসেননি। অভিযোগ পেলে তদন্তপূর্বক ব্যবস্থা নিবেন।