আপডেট টাইম :
বৃহস্পতিবার, ১০ ফেব্রুয়ারী, ২০২২, ১:৫৬ অপরাহ্ন
শেয়ার করুন
ঝিনাইদহ কালীগঞ্জ উপজেলার পৌর এলাকা পশু হাসপাতালসংলগ্ন স্থানে মহাসড়কের রাস্তা পার হওয়ার সময় একটি হনুমান রুপসা পরিবহনের চাকায় পিষ্ট হয়ে মারা যায়।ঘটনাটি ঘটেছে আজ আনুমানিক বেলা তিনটার দিকে।প্রত্যক্ষদর্শী ওই এলাকার বাসিন্দা বোনজা ডোরের স্বত্বাধিকারী তিতুমীর জানান, সকাল থেকেই দুইটি হনুমান আমাদের এই এলাকাতেই অবস্থান করছিল।আমি নিজে বিল্লালের চায়ের দোকান থেকে রুটি কিনেও তাদের খেতে দিয়েছিলাম। তিনটার দিকে হনুমান দুইটি রাস্তা পার হওয়ার সময় যশোরগামী রুপসা পরিবহনের চাকাই একটি হনুমানের বাম পা পিষ্ট হয়ে মারাত্মকভাবে জখম হয়। অপর হনুমানটি ভালোভাবেই রাস্তা পার হয়ছিল।আহত অবস্থায় রাস্তার পাশে পড়ে থাকা হনুমানটির চিকিৎসার জন্য একটি ভ্যান ডেকে পাশের পশু হাসপাতালে নেয়ার চেষ্টা করেও উপস্থিত অনেকেই ব্যর্থ হয়। এসময় পশু হাসপাতালে খবর দিলে সেখান থেকে লোক এসে প্রাথমিক চিকিৎসা শুরু করতে করতেই হনুমানটি মারা যায়।
কালীগঞ্জ পশু হাসপাতালের উপসহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা সুজিত কুমার পাল জানান,ফোনের মাধ্যমে একটি হনুমান অ্যাক্সিডেন্টে মারাত্মক আহত হওয়ার খবরটি পেয়ে আমি দ্রুত সেখানে ফাস্টএইড বক্স নিয়ে উপস্থিত হয়। গিয়ে দেখি হনুমানটির বামপাশ পুরোপুরিভাবে চাকায় পিষ্ট হয়েছে। এমতবস্থায় চিকিৎসা শুরু করার কিছুক্ষণের মধ্যেই হনুমানটির মৃত্যু ঘটে।খুলনা কুষ্টিয়া মহাসড়ক দাপিয়ে বেড়ানো গড়াই ও রুপসা পরিবহনের বেপরোয়া গতি শুধুযে মানুষের জীবন কেড়ে নিচ্ছে এমনটি নয়,তাদের কাছ থেকে অবলা প্রাণীও রক্ষা পাচ্ছেনা।আজকের এই ঘটনা তারই একটি উৎকৃষ্ট প্রমাণ।মহাসড়কে বেপরোয়া গতির এই পরিবহনগুলো কি কখনো শৃঙ্খলার মধ্যে আনা সম্ভব হবে? আর কত প্রাণ ঝরলে সংশ্লিষ্ট কর্তাব্যক্তিগণের ঘুম ভাঙবে? এমন প্রশ্ন এখন জনমনে।