ঝিনাইদহের কালীগঞ্জে মুসলিম বেকারীতে খাবারে ইউরিয়া সার সহ রাসায়নিক দ্রব্য ও ভেজাল মেশানোর দায়ে র্যাবের ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালিত হয়েছে। আজ দুপুর ১২ টার দিকে শহরের ফয়লা এলাকা বেকারীর কারখানায় অভিযানটি পরিচালিত হয়। এসময় রাসায়নিক, বিস্কিট, কেক সহ ৭ বস্তা খাবার জব্দ করা হয় এবং বেকারী মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
ঝিনাইদহ র্যাব-৬ এর কোম্পানী কমান্ডার মেজর শরিফুল আহসান জানান, দীর্ঘদিন ধরে কালীগঞ্জের মুসলিম বেকারীর কারখানায় রাসায়নিক সার, রং মেশানো সহ অস্বাস্থ্য কর পরিবেশে, পোকামাকড় অবস্থায় খাবার তৈরি করে বিক্রি করা হচ্ছে এমন তথ্য আসে। সেই তথ্যের ভিত্তিতে দুপুরে অভিযান পরিচালনা করে র্যাব। এসময় খাবারে মেশানোর কিছু ইউরিয়া সার, রং জব্দ করা হয়। সাথে দেখা যায় নি¤œ মানের মেয়াদোত্তির্ন ও পোকামাকড় যুক্ত খাবার মজুদ করা হয়েছে বিক্রির জন্য। পরে র্যাব, নির্বাহী ম্যাজিস্ট্রেটে জিন্নাতুল ইসলাম উপস্থিতিতে সেই খাবার ও রাসায়নিক জব্দ করে তা নষ্ট করে নদীতে ফেলা হয়। এই অপরাধের জন্য মুসলিম বেকারী মালিক আজম বিশ্বাসকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। র্যাবের এ ধরনের অভিযান াব্যাহত থাকবে।