মহামারি করোনা প্রতিরোধে জনসচেতনতা বাড়াতে মাঠে নেমেছেন কালীগঞ্জ উপজেলা প্রশাসন। সোমবার বেলা ১২ টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা সূবর্ণা রানী সাহা পুলিশ ফোর্স নিয়ে শহরের মেইন বাসষ্টান্ড, মধুগঞ্জ বাজার সহ বিভিন্ন স্থানে অভিযান চালান। এ সময় সড়কে চলাচলকারী যাত্রীবাহি বাস. ইজিবাইক ও বিভিন্ন ব্যবসা প্রতিষ্টান ও পথচারীদের মাস্ক পরিধান না থাকায় জরিমানা আদায় সহ ফ্রী মাস্ক বিতরণ করেন।
ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সূবর্ণা রানী সাহা। নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সূবর্ণা রানী সাহা জানান, আবারো বাড়ছে করোনার প্রকোপ। তা প্রতিরোধে মাস্ক পরিধান অত্যবশ্যকীয়। বিশেষ করে গনপরিবহন ও বিভিন্ন জনসমাগম স্থান গুলো করোনার জন্য ঝুকিপূর্ণ এলাকা। তাই করোনা প্রতিরোধে সবার মধ্যে সচেতনতা বাড়াতেই এ অভিযান পরিচালনা করা হচ্ছে। এ সময়ে মাস্ক পরিধান না করা সহ মটলসাইকেলের কাগজপত্র না রাখার অপরাধে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে দুই হাজার টাকা জরিমানা আদায় করা হয়। তিনি আরো জানান, প্রশাসনের এ অভিযান অব্যাহত থাকবে।
এ অভিযানকালে আরো উপস্থিত ছিলেন, ঝিনাইদহ ট্রাফিক পুলিশের অফিসার্স ইনচার্জ কামাল উদ্দিন, কালীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জামির হোসেন, সোনার বাংলা ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক শিবুপদ বিশ^াস, কালীগঞ্জ থানার এস আই সুজাত উদ্দিন, কনষ্টেবল তরুন কুমার ও উপজেলা প্রসাশনের বিভিন্ন কর্মকর্তাসহ অন্যান্য পুলিশ সদস্যগন উপস্থিত ছিলেন।