ঝিনাইদহের কালীগঞ্জের বেদে পল্লীতে বিবদমান দুটি গ্রুপের মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষে উভয় পক্ষের নারী সহ অনন্ত জন ৬ জন আহত হয়েছে । মারাতœক আহত সালমা খাতুন (২৫) সহ ২জনকে স্থানীয় কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্্ের ভর্তি করা হয়েছে। অন্যরা চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন। ঘটনাটি ঘটেছে গতকাল বুধবার গভীর রাতে । এ সময় ৭ টি বাড়ীতে ও ২ টি দোকানে ব্য্যাপক ভাংচুর ও লুটপাট চালিয়েছে মনিরুল গ্রুপের কর্মীরা এমন অভিযোগ করলেন রাসেল গ্রুপের কর্মীরা ।
কালিগঞ্জ থানার ওসি (তদন্ত) মতলেবুর রহমান জানান , গেলরাত সন্ধা ৭ টার দিকে মনিরুল গ্রুপের এক কর্র্র্র্মীর সাথে রাসেল গ্রুপের এক কর্মীর কথা কাটাকাটি হয় । এ নিয়ে দুই গ্রুপের চরম উত্তেজনা দেখা দিয়ে পুলিশ ঘটনাস্থলে এস পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। পরে পুলিশ চলে গেলে পুনারায় গভীররাতে মনিরুল তার লোকজন নিয়ে রাসেল গ্রুপের ঘুমন্ত লোকজনের বাড়ী ও ব্যবসা প্রতিষ্টানে দেশীয় অস্ত্র দিয়ে হামলা চালায় এ সময় নারী সহ উভয় পক্ষের কমপক্ষে ৬ জন আহত হয় । এই ঘটনায় বেদে পল্লীতে চরম উত্তেজনা চলছে। ওসি আরো জানান ২ পক্ষই মামলার প্রস্তুতি নিচ্ছে। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।