যথাযোগ্য মর্যাদায় কালীগঞ্জে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে শনিবার দিনব্যাপী নানা কর্মসূচী পালন ও আওয়ামীলীগ, ছাত্রলীগ সহ বিভিন্ন সংগঠন নানা কর্মসূচী পালন করে।
উপজেলা প্রশাসনের উদ্যোগে দিনব্যাপী কর্মসূচীর মধ্যে ছিল ২৬ মার্চ প্রত্যুসে থানা চত্বরে ৩১ বার তোপধ্বনির মধ্য দিয়ে দিবসটির শুভ সুচনা করা হয়। সকাল সাড়ে ৬ টায় উপজেলা মুক্তিযোদ্ধা স্মৃতি সৌধে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এরপর সূর্ষদয়ের সাথে সাথে সরকারি নলডাঙ্গা ভূষণস্কুল মাঠে পতাকা উত্তোলনের পর ফেষ্টুন ও বেলুন উড়িয়ে আনুষ্ঠানিক ভাবে দিবসটির উদ্বোধন করেন ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার। সকাল সাড়ে ৮টা পুলিশ আনছার ভিডিপি সহ স্কুল ও কলেজের রোভার স্কাউট দলের অংশগ্রহনে কুচকাওয়াজ ও মার্চপাষ্ট অনুষ্টিত হয়।
মার্চপাষ্ট শেষে বেলা ১২ টায় ভ’ষনস্কুল মাঠে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যগনের সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্টিত হয়। উপজেলা নির্বাহী অফিসার সাদিয়া জেরিনের সভাপতিত্বে সভাতে প্রধান অতিথির বক্তব্য রাখেন সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার। আরো অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর সিদ্দিক ঠান্ডু, কালীগঞ্জ পৌরসভার মেয়র আশরাফুল আলম আশরাফ ,কালীগঞ্জ থানার অফিসার্স ইনচার্জ মতলেবুর রহমান ও মহিলা ভাইস চেয়ারম্যান শাহানাজ পারভীন।
প্রভাষক সুব্রত নন্দীর সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন, সাবেক উপজেলা ভাইচ চেয়ারম্যান রাশেদ শমসের ও উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার হেলাল উদ্দীন সহ মুক্তিযোদ্ধাগন। এরপর বিকালে একই মাঠে উপজেলা পরিষদ একাদশ ও সুধীজন একাদশের মধ্যে এক প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্টিত হয়। এরপর পুরস্কার বিতরন শেষে উপজেলা পরিষদের মুক্তমঞ্চে সাংস্কৃতি অনুষ্টানের আয়োজন করা হয়।