ঝিনাইদহ জেলার কালীগঞ্জ উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি, সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান আহবায়ক কমিটির যুগ্ন আহবায়ক আইনাল হাসান হৃদরোগে আক্রান্ত হয়ে আজ দুপুরে ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। গতকাল কালীগঞ্জ শহরের আড়পাড়া জংলীশাহার ঈদগাহ ময়দানে সোমবার সকাল ৯ ঘটিকায় তার জানাজার নামাজ অনুষ্ঠিত হবে। আইনাল হাসানের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
আজ এক শোক বার্তায় বিএনপির মহাসচিব বলেন, “মরহুম আইনাল হাসান একজন বলিষ্ঠ সংগঠক ও নিবেদিতপ্রাণ বিএনপি নেতা হিসেবে কালীগঞ্জ উপজেলা বিএনপিকে সুসংগঠিত ও শক্তিশালী করতে নিরলসভাবে কাজ করে গেছেন। তার মৃত্যুতে কালীগঞ্জ উপজেলা বিএনপি’র যে ক্ষতি হলো তা সহজে পূরণ হবার নয়। তিনি সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান বীর উত্তমের নীতি-আদর্শ এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দর্শণে গভীরভাবে বিশ্বাসী ছিলেন। এছাড়া বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে গণতান্ত্রিক অধিকার আদায়ের আন্দোলন সংগ্রামে তিনি সাহসী ভূমিকা পালন করেছিলেন তা এলাকার নেতাকর্মীদের নিকট অনুপ্রেরণা হয়ে থাকবে। তাঁর মৃত্যুতে আমি গভীরভাবে শোকাহত ও ব্যথিত হয়েছি দোয়া করি মহান রাব্বুল আলামীন যেন তাকে বেহেশত নসিব করেন এবং শোকার্ত পরিবারবর্গকে ধৈর্য ধারণের ক্ষমতা দান করেন।”
রোববার এক প্রেস বিজ্ঞপ্তিতে দলের কেন্দ্রীয় কমিটির সহ-দফতর সম্পাদক মোঃ তাইফুল ইসলাম টিপুর সাক্ষরিত এই শোকবার্তা প্রকাশ করেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপি। শোক বার্তায় বিএনপির মহাসচিব আইনাল হাসানের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন।