কালীগঞ্জ উপজেলা বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে আজ ১লা জানুয়ারি, ২০২৪ বুধবার দুপুর ২টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এলাকায় ব্যবসায়ীগণ এবং জনসাধারণের মাঝে লিফলেট বিতরণ ও গণসংযোগ অনুষ্ঠিত হয়।
লিফলেট বিতরণ শেষে নেতাকর্মী ও জনসাধারণের উদ্দেশ্যে উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক হামিদুল ইসলাম হামিদ বলেন, “আগামী জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ সরকার ডামি ও একতরফা নির্বাচনের পরিকল্পনা করছে। এই নির্বাচনে বিএনপি অংশগ্রহণ করবে না। আমরা ডামি নির্বাচন বর্জন ও অসহযোগ আন্দোলনের মাধ্যমে সরকারের পতন ঘটিয়ে গণতন্ত্র পুনরুদ্ধার করব।”
পৌর যুবদলের আহবায়ক শাহজাহান আলী খোকন বলেন, “সরকার জনগণের ভোটের অধিকার কেড়ে নিয়েছে। আমরা জনগণের ভোটের অধিকার রক্ষার জন্য নির্বাচন বর্জনের আন্দোলন চালিয়ে যাব।”
উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক, পৌর কাউন্সিলর আশরাফুজ্জামান রনি বলেন, “আমরা জনগণের সাথে একাত্ম হয়ে সরকারের বিরুদ্ধে গণআন্দোলন গড়ে তুলব।”
এদিকে বিকাল ৩টায় ৭নং রায়গ্রাম ইউনিয়ন বিএনপি, যুবদল, ছাত্রদলের নেতাকর্মীরা মঙ্গলপৌতা, দেবরাজপুর ও একতারপুর বাজার সহ বিভিন্ন বাজারে লিফলেট বিতরণ ও গণসংযোগ করে।