নির্বাচনকে কেন্দ্র করে বিরোধী দলগুলো সরকারের বিরুদ্ধে তৎপরতা শুরু করেছে। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে গত ৩ জানুয়ারি ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলায় বিএনপির গণসংযোগ অনুষ্ঠিত হয়।
কালীগঞ্জ উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক হামিদুল ইসলাম হামিদ গত ৩ জানুয়ারি সকাল ৯ টায় ডামি নির্বাচন বর্জন ও অসহযোগ আন্দোলনের জনমত গঠনের লক্ষ্যে কালীগঞ্জ উপজেলার ৩ নং কোলা ইউনিয়নের বিভিন্ন বাজার ও গ্রামে গণসংযোগ করেন। তিনি জনসাধারণের উদ্দেশ্যে অবৈধ আওয়ামী ফ্যাসিবাদী সরকারের ডামি ও একতরফা নির্বাচন বর্জনের আহ্বান জানান।
গণসংযোগে উপস্থিত ছিলেন বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
হামিদুল ইসলাম হামিদ বলেন, “আওয়ামী লীগ সরকারের অধীনে অনুষ্ঠিতব্য নির্বাচন হবে ডামি ও একতরফা। এই নির্বাচনে কোনো ন্যায্যতা নেই। তাই আমরা বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনগুলোকে এই নির্বাচন বর্জন করার আহ্বান জানাচ্ছি।”
তিনি আরও বলেন, “আমরা অসহযোগ আন্দোলনের মাধ্যমে সরকারকে পদত্যাগে বাধ্য করব। আমরা দেশের গণতন্ত্র পুনরুদ্ধার করব।”
বক্তরা আরো বলেন,কালীগঞ্জ উপজেলা বিএনপির গণসংযোগ দেশের রাজনীতিতে নতুন মাত্রা যোগ করেছে। বিরোধী দলগুলোর তৎপরতায় সরকারের ওপর চাপ বাড়তে শুরু করেছে। আগামী বছরের নির্বাচনে কী ঘটবে তা এখনই বলা মুশকিল। তবে বিরোধী দলগুলোর চাপের মুখে সরকারকে কিছুটা নড়েচড়ে বসতে হয়েছে বলে মনে হচ্ছে