কালীগঞ্জ ১০নং কাষ্টভাঙ্গা ইউনিয়নে দলীয় গঠনতন্ত্র মোতাবেক ইউনিয়ন পরিষদ নির্বাচনে বর্ধিত সভার মাধ্যমে প্রার্থীর নাম ঠিক না করেই পছন্দের প্রার্থীর নাম কেন্দ্রে পাঠানোর অভিযোগে সংবাদ সম্মেলন করা হয়েছে। শনিবার বিকেলে ইউনিয়ন আওয়ামীলীগের সহ- সভাপতি আজগর আরীর সভাপতিত্বে উপজেলার সাঁকো বাজারে আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী তিন প্রার্থী এ সংবাদ সম্মেলনের আয়োজন করেন। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী আবু সুফিয়ান।
লিখিত বক্তব্যে বলা হয়, বর্তমানে সারাদেশে ইউনিয়ন পরিষদ নির্বাচন ধাপে ধাপে অনুষ্ঠিত হচ্ছে। দলীয় গঠনতন্ত্র মোতাবেক সকল ইউনিয়ন আওয়ামী লীগের বর্ধিত সভায় সিদ্ধান্ত নিয়ে একটি রেজুলেশনের মাধ্যমে প্রার্থীদের নাম উপজেলা, জেলা ও কেন্দ্রীয় কার্যালয়ে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। কিন্তু কাষ্টভাঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক দলীয় নির্দেশনা অমান্য করে কোন বর্ধিত সভা বাদেই নগদ নারায়নে তুষ্ট হয়ে ঘরোয়া রেজুলেশন করে নাম পাঠানোর পায়তারা করছেন।
লিখিত বক্তব্যে আরো বলা হয়েছে, ওই ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান আ’লীগ নেতা আযুব হোসেন খান এলাকায় থাকেন না। তার বিরুদ্ধে নানা অসামাজিক কর্মকান্ডের অভিযোগ ছাড়াও তিনি দলীয় সংগঠন বিরোধী কাজ করে দলের ভাবমূর্তি নষ্ট করে চলেছেন। সেই সাথে বর্তমান ইউনিয়ন কমিটির সভাপতি মাষ্টার আজিজুর রহমান ও সম্পাদক ডাঃ রাশেদ শমসের এর কর্মকান্ডে তৃণমূল পর্ষায়ের আ’লীগের নেতা কর্মীরা হতাশ হয়ে পড়েছে। তারা দীর্ঘ প্রায় দেড় যুগ ধরে কমিটিতে বহাল থেকে কোন সন্মেলন ডাকেন না। যে কারনে এ ইউনিয়নে দলের বর্ধিত সভার মাধ্যমে ইউপির যোগ্য প্রার্থীদের নাম জেলা ও কেন্দ্রে প্রেরনের জন্য উপজেলা ও জেলা নেতৃবৃন্দেদের হস্তক্ষেপ কামনা করছেন।
সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন মনোনয়ন প্রত্যাশী ইউনিয়ন যুবলীগের সাধারন সম্পাদক কামাল হোসেন ও আ’লীগ নেতা বিশ^জিৎ সাহা, ইউনিয়ন আওয়ামীলীগের সহ-সভাপতি আজগার আলী, মোতালেব হোসেন, আহাদ আলী, ১নং যুবলীগের সাধারণ সম্পাদক এমদাদুল হক, কৃষকলীগের কুরবান আলী, নন্দ কুমার দে ও নজরুল ইসলাম প্রমুখ।
০১৭১১-৯৬০৮২৩