ঝিনাইদহের কালীগঞ্জে মার্সেল ব্রান্ডের ইলেকট্রনিক্স পণ্যের ঈদ ক্যাম্পেইন উপলক্ষে গ্রামীন ঐতিহ্য গরুর গাড়ী নিয়ে একটি আনন্দ র্যালীর আয়োজন করেছেন কালীগঞ্জ উপজেলার মার্সেল কোম্পানীর ডিস্ট্রিবিউটর পারুল ইলেকট্রনিক্স। এই উপলক্ষে গত বৃহস্পতিবার সকাল ১১ টার দিকে পৌরসভার নতুন বাজার রোডস্থ শোরুমের সামনে থেকে পারুল ইলেক্ট্রনিক্সের স্বত্বাধিকারী এস এম সোহেল রাজের নেতৃত্বে একটি বর্ণাঢ্য আনন্দ র্যালী বের হয়। র্যালীটির প্রধান আর্কষন ছিলো গরুর গাড়ী। বিভিন্ন সাজ সজ্জা ও ৪টি গরুর গাড়ী নিয়ে র্যালীটি সারা শহর প্রদক্ষিণ করে তাদের শো-রুমের সামনে এসে শেষ হয়। ডিজিটাল ক্যাম্পেইন সিজন-১৮ এ পণ্য ক্রয় করে রেজিষ্ট্রেশন করলেই শতভাগ ফ্রিতে পন্য পাওয়ার সুযোগ রয়েছে।এছাড়াও রয়েছে হাজার হাজার পুরস্কার।
র্যালীতে মার্সেল কোম্পানির পক্ষ থেকে উপস্থিত ছিলেন ডিভিশনাল সেলস ম্যানেজার মীর হোসেন মিলন ও যশোর জোনের এরিয়া ম্যানেজার মোঃ সাইফুজ্জামান।এছাড়াও উপস্থিত ছিলেন কালীগঞ্জ পৌর ব্যাবসায়ী সমিতির ১১নম্বর রোডের প্রতিনিধি ও পারুল ইলেক্ট্রনিক্সের মাদার প্রতিষ্ঠান যশোর ফার্নিচার এন্ড ইলেক্ট্রনিক্স এর স্বত্বাধিকারী মো:মিজানুর রহমানসহ কালীগঞ্জ পৌর ব্যাবসায়ী সমিতির নেতৃবৃন্দ এবং অসংখ্য ক্রেতা সাধারণ।
প্রতিষ্ঠানের পক্ষ থেকে এস এম সোহেল রাজ বলেন,মূলত মার্সেল ব্র্যান্ডের প্রচার ও ডিজিটাল ক্যাম্পেইন সিজন-১৮ এর বার্তা কালীগঞ্জবাসীর কাছে পৌছে দিতেই এই আয়োজন এবং পারুল ইলেক্ট্রনিক্স মার্সেল পণ্যের সকলপ্রকার সেবা ক্রেতা সাধারণের কাছে পৌছে দিতে সর্বদা বদ্ধপরিকর।