প্রথম বারের মত ভার্চুয়াল প্রযুক্তি ব্যাবহারে জুম মিটিং এ কালীগঞ্জ উপজেলা আইনশৃংখলা কমিটির মাসিক সভা অনুষ্টিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০ টায় কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্ষালয় থেকে সভাটি পরিচালনা করা হয়। আইনশৃংখলা কমিটির সভাপতি সদ্য যোগদানকৃত উপজেলা নির্বাহী অফিসার সাদিয়া জেরিনের সভাপতিত্বে সভাতে প্রধান অতিথি ছিলেন, ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার। বিশেষ অতিথি ছিলেন কালীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গির সিদ্দিকী ঠান্ডু।
জুম মিটিংয়ের শুরুতেই অংশ নিয়ে কালীগঞ্জ উপজেলার আইনশৃংখলার সার্বিক অবস্থা তুলে ধরেন থানার অফিসার্স ইনচার্জ মাহফুজুর রহমান মিয়া। এরপর ইউএনও সাদিয়া জেরিনের সঞ্চালনায় কমিটির সদস্যগন একে একে তাদের বক্তব্য ও মতামত প্রকাশ করেন।
মিটিংয়ে উপস্থিত এমপি আনার তার বক্তব্যের শুরুতেই উপজেলার আইনশৃংখলা পরিস্থিতি সন্তোষজনক উল্লেখ করে বলেন, মুসলমানদের বড় ধর্মীয় উৎসব কোরবানীর ঈদ সমাগত। এই ঈদ শান্তি শৃংখলার সাথে সবাই যেন উৎসব পালন করতে পারে এজন্য আইনশৃংখলা রক্ষায় নিয়োজিত পুলিশ বাহিনীকে তৎপর থাকার জন্য আহব্বান জানান। সেই সাথেই তিনি উপজেলা বাসীকে করোনা বিধি মেনে ইদের নামাজ ও পশু কোরবানীর দেবার নির্দ্দেশনা দেন। প্রথম বারের মত অনুষ্টিত এ উপজেলার আইনশৃংখলার জুম মিটিংয়ে যোগ হয়ে আলোচনায় অংশ নেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ভূপালী সরকার, কালীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জামির হোসেন, সম্পাদক সাবজাল হোসেন, সোনার বাংলা ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক শিবুপদ বিশ্বাস, ইউপি চেয়ারম্যান আয়ুব হোসেন, মোদাচ্ছের হোসেন, মহিবুল ইসলাম মন্টু, ইলিয়াস রহমান মিঠু, নজরুল ইসলাম ছানা, আবুল কালাম আজাদ, উপজেলা প্রানী সম্পদ কর্মকর্তা ডাঃ আতিকুল ইসলাম, প্রকল্প কর্মকর্তা আব্দুল্লাহেল মাসুম, হিসাব রক্ষন কর্মকর্তা রেহেনা দিপ্তি সহ পরিষদের অন্নান্য দপ্তরের কর্মকর্তারা।