ঝিনাইদহের কালীগঞ্জে গ্রাম ডাক্তারদের পেশাগত দক্ষতা বৃদ্ধির লক্ষে মাসব্যাপী প্রশিক্ষন কর্মশালার উদ্বাধন করা হয়েছে। আজ সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্্ের অনুষ্টিত কর্মশালার উদ্বোধন করেন প্রধান অতিথি ঝিনাইদহ জেলা সিভিল সার্জন ডাঃ সেলিনা বেগম।
কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ আলমগীর হোসেনের সভাপতিত্বে অনুষ্টানে বিশেষ অতিথি ছিলেন, ঝিনাইদহ ঔষধ প্রশাসনের সহকারী পরিচালক রেহান হাসান ও কালীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জামির হোসেন।
কর্মশালার শুরুতেই প্রশিক্ষনার্থীদের উদ্দেশ্যে শুভেচ্ছা বক্তব্য রাখেন, প্রশিক্ষন জেলা সমন্বয়কারী আলমগীর হোসেন। তিনি জানান, এ কর্মশালার মাধ্যমে ঝিনাইদহের কালীগঞ্জ. কোটচাদপুর ও মহেশপুর উপজেলার মোট ৬০ জন গ্রাম ডাক্তারকে দক্ষতা বৃদ্ধিতে মাসব্যাপী প্রশিক্ষন দেওয়া হবে।
গ্রাম ডাক্তার কল্যান সমিতির কালীগঞ্জ উপজেলা শাখার সাধারন সম্পাদক আনিচুর রহমানের সঞ্চালনায় অনুষ্টানে আরো বক্তব্য রাখেন, কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্্র ডাঃ অরুন কুমার দাস, ডাঃ শারমিন রহমান ও গ্রাম ডাক্তার কল্যান সমিতির মহেশপুর উপজেলা শাখার সাধারন সম্পাদক শাহাদত হোসেন প্রমুখ।