কালীগঞ্জে দুটি স্থানে ভয়াবহ অগ্নিকান্ডে ৬ টি ব্যাবসা প্রতিষ্টান পুড়ে ভস্মিভূত হয়েছে। আগুনে দোকানের মালামাল পুড়ে প্রায় ৩০ লক্ষাধিক টাকার ক্ষতিসাধন হয়। বুধবার ভোরে শহরের আড়পাড়া মোড়ে ভাই ভাই ট্রেডার্সে ও আগের দিন রাতে উপজেলার খোড়ার বাজারে এ দুটি অগ্নিকান্ডের ঘটনা ঘটে।।
শহরের আড়পাড়া বিহারী মোড়ের ভাই ভাই ট্রেডাসের মালিক আব্দুস ছালাম জানান, তার মুদি ও হার্ডওয়্যারের পন্যের ব্যবসা। মঙ্গলবার রাত ১১ টার দিকে দোকান বন্ধ করলেও ঘুর্নিঝড় ইয়াশের কারনে বিদ্যুৎ নাও থাকতে পারে ভেবে ফ্রিজের সুইচ অন রেখেই বাড়িতে চলে যায়। এরপর রাত তিনটার দিকে নাইট গার্ডের মাধ্যমে সংবাদ পায় তার দোকানের মধ্যে আগুন জ¦লছে। এসময় ফায়ার সার্ভিসকে খবর দিলে তারা ঘটনাস্থলে পৌছে আগুন নিয়ন্ত্রণে আনে। কিন্তু তার আগের দোকানের মধ্যে থাকা প্রায় ২৫ লাখ টাকার মালামাল পুড়ে যায়। দোকানের ফ্রিজের বিদুৎ শট সার্কিটে এ আগুনের সুত্রপাত হয়েছে বলে তারা জানা।
অপরদিকে মঙ্গলবার রাত দেড়টার দিকে বৈদ্যুতিক শট সাকিটের আগুন ও গ্যাস সিলিন্ডার বিস্ফোরনে উপজেলার খোড়ার বাজার বসুন্ধরা মোড়ে ৫টি ব্যাবসা প্রতিষ্টান পুড়ে ভস্মিভূত হয়েছে। এতে প্রায় ৫ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। ভ’ক্তভোগীরা জানায়, একটি চায়ের দোকানের বৈদ্যুতিক মিটারে বৃষ্টির পানিতে শট সার্কিটে আগুনের সুত্রপাত হয়। এ সময় চায়ের দোকানে থাকা একটি গ্যাস সিলিন্ডারে বিস্ফোরন ঘটে। এতে মূহুর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়লে ১ টি রেক্সিন (গদিঘর), ২ টি চা, ১টি মুদি ও ১টি ফাষ্ট ফুডের দোকান সহ ৫ টি দোকান পুড়ে যায়। পরে ফায়ার সার্ভিস টিম এসে ঘন্টাব্যাপী চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনে।
কালীগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মামুনুর রশিদ জানান, সংবাদ পেয়েই তারা ওই দুটি স্থানে পৌছে আগুন নিয়ন্ত্রন করেছে। আগুনে ব্যাবসায়ীগন বেশ ক্ষতিগ্রস্থ হয়েছেন বলে তিনি জানান।