ঝিনাইদহের কালীগঞ্জে মনোহরপুর নিজ ঘরে আগুনে দগ্ধ হয়ে রাবেয়া বেগম (৬৫) নামে এক বৃদ্ধার মারা গেছে। সোমবার দিবাগত রাত ৩টার দিকে এই ঘটনা ঘটে। নিহত ব্যক্তি ঐ গ্রামের ফকির আলী বিশ^াসের স্ত্রী। কালীগঞ্জ ফায়ার সাভিসের কর্মীরা তার লাশ উদ্ধার করে পুলিশের নিকট হস্তান্তর করেছে। কালীগঞ্জ ফায়ার সাভিসের কর্মকর্তা মামুনুর রশীদ জানান সোমবার রাতে ঐ মহিলা তার বসত বাড়িতে ঘরে একাই ঘুমিয়ে ছিলেন। গভীর রাতে মসার কয়েল থেকে তাঁর ঘরে আগুন লাগে। আগুনে তাঁর বেড়ার ঘরটি সম্পুর্ণরুপে পুড়ে ভস্মিভূত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনা স্থলে গিয়ে মহিলার মৃত দেহ উদ্ধার করে। পরে মরদেহটি পুলিশের নিকট হস্তান্তর করে।