ঝিনাইদহ প্রতিনিধি-
ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার নিশ্চিন্তপুর গ্রামে নদীতে পড়ে হুসাইন (২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার সকালে দিকে এ ঘটনা ঘটে। শিশু হুসাইন নিশ্চিন্তপুর গ্রামের নাহিদ হোসেনের ছেলে।
কালীগঞ্জ থানার ওসি মুহা: মাহফুজুর রহমান জানান, সকালে বাড়ির পাশে খেলতে খেলতে নিখোঁজ হয় শিশু হুসাইন। অনেক খোঁজাখুঁজির পর বাড়ির পাশে চিত্রা নদীর পানিতে হুসাইনকে ভাসতে দেখে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে। সেখান থেকে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।