ঝিনাইদহের কালীগঞ্জের তুচ্ছ ঘটনায় দুপক্ষের সংঘর্ষে ১ জন নিহতহয়েছে। এ সময় উভয় পক্ষের আহত হয়েছে আরও অন্তত ৮ জন। রাত সাড়ে ৮ টার দিকে শহরের নদীপাড়া এলাকায় এই ঘটনা ঘটে। পুলিশ এ সময় দুটি বোমা সদৃশ্য বস্তু উদ্ধার করে। সংঘর্ষে আহত ৮ জনের মধ্যে তিনজনকে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে। আহতদের মধ্যে আক্তার হোসেন (২৫) যশোর মেডিকেল কলেজ হাসপাতালে আজ ভোরে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে সে শহরের নদীপাড়ার নূর মোহাম্মদের ছেলে।
স্থানীয়রা জানায় নদীপাড়া এলাকার লোহার পুরাতন জিনিসের জিনিসপত্র ক্রয় বিক্রয় একাধিক দোকানপাট রয়েছে। একটি দোকানে এক শিশু দোকানের জিনিসপত্র নষ্ট করে ফেলে সে সময় দোকানের মালিকের ছেলে শিশুটিকে ধমক দিয়ে ঘটনাস্থল থেকে তাড়িয়ে দেয়। এই ঘটনার জের ধরে
মাগরিবের নামাজ পড়ে ফেরার পথে সজিব হোসেনসহ বেশ কয়েকজন যুবক পিটিয়ে জখম করে। এরপর এই ঘটনা জানতে পেরে এলাকার কয়েকজনকে সাথে নিয়ে ওই দোকানে যায় পৌর যুবলীগের আহবায়ক শফিকুজ্জামান রাসেল। সে সময় তাকেও পিটিয়ে মারাত্নক আহত করে।
পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। কালীগঞ্জ থানার ওসি আবু আজিফ জানান, তুচ্ছ ঘটনায় দুই পক্ষের সংঘর্ষে কয়েকজন আহত হয়েছেন আহতদের মধ্যে ১জন মারা গেছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। ঘটনা স্থল থেকে দুটি বোমা সদৃশ্য বস্তু উদ্ধার করা হয়েছে । এই ঘটনায় কালীগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।