ঝিনাইদহের কালীগঞ্জে বাবরা রেল গেট এলাকায় ট্রেনে কাটা পড়ে সোহেল রানা (১৯) নামের এক কলেজ ছাত্রের মৃত্যু হয়েছে। আজ শুক্রবার সকাল সাড়ে ৮ টার দিকে এ ঘটনা ঘটে। নিহত সোহেল রানা কালীগঞ্জ উপজেলার খামারমুন্দিয়া গ্রামের আলীম হোসেনের ছেলে এবং সরকারী মাহাতাব উদ্দিন কলেজের ইতিহাস বিভাগের অনার্স ১ম বর্ষের ছাত্র।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে বাড়ি থেকে মাঠে সার ছিটাতে বের হয় সোহেল রানা। সেসময় বাবরা রেল গেট পার হওয়ার সময় খুলনা থেকে রাজশাহী গামী কপোতাক্ষ এক্সপ্রেস টেনে ধাক্কা লেগে পাশেই ছিটকে পড়ে। এতে ঘটনা স্থলেই মারা যায় সোহেল রানা।
কালীগঞ্জ মোবারকগঞ্জ রেল স্টেশনের মাস্টার জামাল খান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহতের লাশ পরিবার নিয়ে গেছে।