কালীগঞ্জে ট্রাক্টরের চাপায় আব্দুস সালাম (৫৫) নামে এক বাইসাইকেল আরোহীর ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে। আজ সকাল ৮ টার দিকে শহরের ১০ তলা ভবনের সন্মুখে এ দূর্ঘটনাটি ঘটে। মৃত আব্দুল সালাম উপজেলার পুকুরিয়া গ্রামের মৃত আব্দুল হক এর ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, দ্রুত গতিতে ঘাতক ট্রাক্টরটি শহরের ১০ তলার সামনে সালামকে চাপা দেয়। এ সময় স্থানীয়রা তাকে উদ্ধারের পর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত্যু ঘোষনা করেন।
কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মাহাফুজুর রহমান মিয়া জানান নিহতের বিষয়টি নিশ্চিত করে জানান, শিতের সকালে শহরের ভিতরে লোক সমাগম কম থাকায় ঘাতক ট্রাক্টরটি দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে গেছে।