ঝিনাইদহের কালীগঞ্জে ট্রাকের ধাক্কায় ইসরাইল হোসেন (৫৫) নামের এক ভূষিমাল ব্যবসায়ী নিহত হয়েছেন। শনিবার বিকেলে টার দিকে শহরের নিমতলা বাসস্ট্যান্ডের রাস্তা পারাপারের সময় এ দুর্ঘটনা ঘটে। নিহত ইসরাইল হোসেন রামনগর গ্রামের মৃত মহিউদ্দিনের ছেলে।
প্রত্যক্ষদর্শী হাতেম আলী জানান, শনিবার ব্যবসার কাজ শেষে ইসরাইল হোসেন শহরের নিমতলা বাসস্ট্যান্ড পার হচ্ছিলেন। এ সময় ঝিনাইদহ থেকে যশোরগামী দ্রুতগামী একটি ট্রাকের ধাক্কায় তিনি ছিটকে পড়ে গুরুত্বর আহত হন। তাকে উদ্ধার করে প্রথমে কালীগঞ্জ ও পরে যশোর হাসপাতালে নেয়া হলে চিকিৎসাধীন অবস্থার তার মৃত্যু হয়।
কালীগঞ্জ থানার ডিউটি অফিসার এএসআই শাপলা খাতুন ঘটনায় সত্যতা নিশ্চিত করেছেন।