ঝিনাইদহের সদ্য যোগদান কারী জেলা প্রশাসক মজিবর রহমান বলেছেন, আমি আপনাদের একজন কাছের মানুষ হতে চায়। এলাকার উন্নয়ন ছাড়াও যে কোন বিষয়ে যে কোন সময়ে আমার মোবাইলে যোগাযোগ বা অফিসে গিয়ে সাক্ষাত করতে পারবেন। আমি ও আমার জেলার প্রজাতন্ত্রের সকল কর্মকর্তা কর্মচারীগন সরকারী সকল সেবা আপনাদের দোরগোড়ায় পৌছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। তিনি মঙ্গলবার বিকালে কালীগঞ্জ উপজেলা পরিষদ কনফারেন্স রুমে জনপ্রতিনিধি, উপজেলার সরকারী কর্মকর্তা, সাংবাদিক ও মুক্তিযোদ্ধা সহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিগনের সাথে অনুষ্টিত এক মতবিনিময়ে সভায় এ কথা বলেন।
কালীগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা নির্বাহী অফিসার সূবর্না রানী সাহার সভাপতিত্বে মতবিনিময়ে আরো বক্তব্য রাখেন, কালীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান, জাহাঙ্গীর সিদ্দিকী ঠান্ডু, মহিলা ভাইস চেয়ারম্যান শাহানাজ পারভিন, প্রানী সম্পদ কর্মকর্তা ডাঃ আতিকুল ইসলাম, কালীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জামির হোসেন, ইউপি চেয়ারম্যান সমিতির সভাপতি আয়ুব হোসেন ও সিমলা রোকনপুর ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম ছানা।
উল্লেখ্য, ঝিনাইদহ জেলার নবাগত জেলা প্রশাসক মজিবর রহমান মহোদয় গত ৭ই মার্চ দ্বায়িত্বভার গ্রহন করেছেন। তিনি যোগদানের পর সকল উপজেলার জনপ্রতিনিধি ও সরকারী কর্মকর্তা সহ সব শ্রেনী পেশার মানুষের সাথে পরিচিতি ও শুভেচ্ছা বিনিময় করছে। এরই আলোকে কালীগঞ্জ উপজেলা পরিষদে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়। সভাতে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার ও উপজেলা পরিষদের সকল দপ্তরের প্রধান সহ ি পন্ট্র ও ইলেক্্রট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।