বীমার সুরক্ষিত থাকলে, এগিয়ে যাব সবাই মিলে’ এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে- র্যালি,আলোচনা ও পুরস্কার বিতরণের মধ্যদিয়ে কালীগঞ্জে জাতীয় বীমা দিবস ২০২২ উদযাপন করা হয়েছে।
ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে মঙ্গলবার (০১-মার্চ) সকাল সাড়ে ১০ টার সময় উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি উপজেলা পরিষদ চত্বরের প্রধান স্থান প্রদক্ষিণ করে আবার একই স্থানে এসে শেষ হয়। পরে উপজেলা পরিষদের সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার সাদিয়া জেরিনের সভাপতিত্বে সভাতে বিশেষ অতিথি ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান এস এম জাহাঙ্গীর সিদ্দিকী ঠান্ডু, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ হাবিবুল্লাহ হাবীব,উপজেলা ফায়ার ষ্টেশনের কর্মকর্তা ড. মামুনুর রশিদ, প্রকল্প বাস্তবায়ন অফিসার আব্দুল্লাহ-হেল আল মাসুমসহ উপজেলা পরিষদের সকল দপ্তরের কর্মকর্তাগন ও বীমা কোম্পানির প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।
পরে জাতীয় বীমা দিবস ২০২২ উদযাপন উপলক্ষে রচনা প্রতিযোগিতার ফলাফল ঘোষণা করে বিজয়ীদের কে পুরস্কৃত করা হয়।