করোনার ২য় ঢেউ মোকাবেলায় জনসচেতনা সৃষ্টিতে পথচারী ও গনপরিবহনের যাত্রীদের মাঝে বিনামূল্যে মাস্ক বিতরন করা হয়েছে। কালীগঞ্জ মৌচিক সমবায় সমিতি, ডায়াবিটিক সমিতি ও পৌর মহিলা সমবায় সমিতির যৌথ উদ্দ্যোগে মঙ্গলবার শহরের মেইন বাসটার্মিনালে প্রধান অতিথি সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার নিজ হাতে পথচারীদের মুখে মাস্ক পরিয়ে এ বিতরন অনুষ্টানের উদ্বোধন করেন।
মৌচিক ব্যাবস্থাপনা পরিচালক আনোয়ারুল কবিরের সভাপতিত্বে মাস্ক বিতরন অনুষ্টানে বিশেষ অতিথি ছিলেন- উপজেলা চেয়ারম্যান এস এম জাহাঙ্গীর সিদ্দিকী ঠান্ডু, উপজেলা নির্বাহী অফিসার সুবর্না রানী সাহা, পৌরসভার মেয়র আশরাফুল আলম আশরাফ, ভাইস চেয়ারম্যান শিবলী নোমানী, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা শামীমা শিরিন লুবনা, উপজেলা সমবায় অফিসার আসলাম আলী ভ’ইয়া, মোচিক শ্রমিক ইউনিয়নের সভাপতি এবং শ্রমিক ফেডারেশনের আইন ও দর-কষাকষি বিষয়ক সম্পাদক গোলাম রসুল ও মহিলা সমিতির সভাপতি মিনা ভট্টাচার্য।
এ অনুষ্টান থেকেই রা¯তায় চলাচলকারী পরিবহনের যাত্রী ও পথচারীসহ প্রায় ৫’শতাধিক সাধারন মানুষের মাঝে মাস্ক বিতরন করা হয়।