ঝিনাইদহের কালীগঞ্জে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সমন্বিত ব্যবস্থাপনার আওতায় কৃষি যান্ত্রিকীকরন শীর্ষক প্রকল্পে নির্ধরিত উন্নয়ন সহায়তার (৫০%) ভর্তুকীতে কার্যক্রমের আওতায় কৃষকদের মাঝে ৪৫ লক্ষ মুল্যের ৩ জন কৃষকের হাতে ৩টি কম্বাইড হারভেষ্টার চাবি তুলে দেন ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার। কালীগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপজেলা কৃষি কর্মকর্তা শিকদার মোহায়মেন আক্তারের সভাপতিত্বে অনুষ্টানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কালীগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান জাহাঙ্গীর সিদ্দীকি, ইউপি চেয়ারম্যান নাছির উদ্দিন কৃষক হামিদুল ইসলাম,কৃষক শহিদুল ইসলাম প্রমুখ। এ সময় প্রধান অতিথি সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার বলেন এ দেশের কৃষিকে সমৃদ্ধি করার জন্য কৃষকদের মাঝে এই ধান মাড়াই মেশিন প্রদান করার হচ্ছ্রে। যাতে কৃষকের সহজেই তাদের উৎপাদিত ফসল কর্তন করতে পারেন। এবং অল্প খরচে কৃষকরা তাদের ফসল ঘরে তুলতে সক্ষম হবে এবং কৃষকরা ধান চাষে আরো বেশী লাভবান হবেন।