এহতেশাম রফিক
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, কালীগঞ্জ, ঝিনাইদহ কর্তৃক প্রণোদনা কর্মসূচির আওতায় রবি/২০২০-২১ অর্থ বছরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে। উক্ত অনুষ্টানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার জনাব সূবর্ণা রাণী সাহা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঝিনাইদহ-৪ সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা কৃষি অফিসার শিকদার মোঃ মোহায়মেন আক্তার, কালীগঞ্জ উপস্থিত ছিলেন। এছাড়াও উপজেলা মৎস্য অফিসার জনাব আব্দুল্লাহ মোহাম্মদ সাইদুর রহমান রেজা, উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার জনাব মোঃ হুমায়ুন কবির, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক জনাব খন্দকার তাজউদ্দিন আহমেদ, ৮নং মালিয়াট ইউপি চেয়ারম্যান জনাব মোঃ একরামুল হক সহ কালীগঞ্জ পৌরসভা ও ১১টি ইউনিয়ন হতে আগত কৃষকগণ ও অন্যান্য অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন।