বেলাল হুসাইন বিজয়,কালীগঞ্জ (ঝিনাইদহ)
ঝিনাইদহ কালীগঞ্জে জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি (জাইকা) র আয়োজনে কমিউনিটি ক্লিনিক পরিচালনার জন্য স্থানীয় সরকার প্রতিনিধিদের ১৬ দিন ব্যাপি প্রশিক্ষণের সমাপনি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
রোববার সকালে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্্েরর সম্মেলন কক্ষে প্রশিক্ষনের সমাপনি অনুষ্ঠানে। উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ শামিমা শিরিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথী হিসেবে বক্তব্য রাখেন ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য ও কালীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আনোয়ারুল আজীম আনার বিশেষ অতিথী হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান জাহাঙ্গীর সিদ্দিক ঠান্ডু আরও উপস্থিত ছিলেন বিভাগিয় স্বস্থ্য পরিচালক ডাঃ রাসেদা সুলতানা, এছাড়া আরও উপস্থিত ছিলেন উপজেলা ভাইচ চেয়াম্যান শিবলী নোমানী, আর এম সুলতান মাহমুদ, প্রমুখ।
এমপি আনার বলেন, বর্তমান সরকারের সবচেয়ে বড় সাফল্য হচ্ছে স্বাস্থ্য খাতের ব্যাপক উন্নয়ন। স্বাস্থ্যসেবায় দেশ অনেক এগিয়ে যাচ্ছে। উন্নয়নের ধারাবাহিকতায় দেশ আজ বিশে^র বুকে মাথা উঁচু করে দাঁড়িয়েছে। দেশের মানুষ তাদের মৌলিক অধিকার পাচ্ছে। স্বাস্থ্যসেবা জনগনের কাছে পৌঁছে দিতে জননেত্রী শেখ হাসিনা সরকার প্রতিটি ইউনিয়নে তিনটি করে কমিউনিটি ক্লিনিক স্থাপন করেছে। এতে গ্রামের ৩০ ধরনের স্বস্থ্যসেবা পাচ্ছে প্রান্তিক জনগোষ্টী
এই প্রশিক্ষনের উপজেলার সকল ইউনিয়নের সচিব ও সরকার প্রতিনিধিদের প্রশিক্ষণ দেওয়া হয়।