ঝিনা্সাইদহের কালীগঞ্জে সাংবাদিক নয়ন খন্দকারের ব্যবহৃত মোটরসাইকেলটি চুরি হয়ে গেছে। শনিবার (১৮ অক্টোবর) সন্ধ্যা আনুমানিক ৬ টার দিকে কালীগঞ্জ শহরের মধুগঞ্জবাজারস্থ সোনার বাংলা ফাউন্ডেশনের নীচ থেকে চোরেরা বাজাজ এক্সসিডি ১২৫ সিসি (ঝিনাইদহ হ ১৩-১০০১) মোটর সাইকেলটি চুরি করে নিয়ে যায়। এ ঘটনায় সাংবাদিক নয়ন খন্দকার বাদি হয়ে কালীগঞ্জ থানায় একটি মামলা করেছেন। এ ছাড়াও গত জ্জ দিন আগে সলিমুননেছা বালিকা বিদ্যালয়ের ভিতর থেকে কালীগঞ্জ পপুলার লাইব্রেরীর আজিমের একটি ডিসকভারী মোটর সাইকেল চুরি সহ এক মাসে আরো ৪/৫টি মোটর সাইকেল সংঘবদ্ধ চোরেরা নিয়ে গেছে। পুলিশ টুটুল শিকদার (৩০) নামের এক যুবককে আটক করেছে। টুটুল ঝিনাইদহের শৈলকূপা উপজেলার হাকিমপুর ইউনিয়নের নলখোলা গ্রামের মুকুল শিকদারের ছেলে ,তার মা শৈলকূপার শামীম ক্লিনিকে নার্সের কাজ করেন।
সাংবাদিক নয়ন খন্দকার জানান, শনিবার সকালে কালীগঞ্জ শহরের তার কার্যালয়ে কর্মরত ছিলো সন্ধ্যার সময় তিনি অফিসের সামনে গোলযোগের শব্দ শুনে বের হতে গিয়ে দেখেন মোটরসাইকেলটি নেই। এ সময় অপর একটি সাইকেল চুরি করার সময় স্থানীয় জনগন টুটুল শিকদার কে আটক করে গনধোলায় দিয়ে পুলিশে সোপর্দ করে।
টুটুল শিকদার কে জ্ঞিজ্ঞাসাবাদ করলে সে জানায়, তার সাথে থাকা রবিউল নামের অপর একজন সাংবাদিক নয়ন খন্দকারের মোটর সাইকেলটি নিয়ে গেছে। পরে পুলিশ টুটুল শিকদারকে আটক করে হাসপাতালে ভর্তি করে। বর্তমানে সে পুলিশ প্রহরায় কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে।
অন্যদিকে কালীগঞ্জ শহীদ নূর আলী কলেজের প্রভাষক শামসুজ্জামান খান এর পুত্র প্রত্যয় জামানের বাই সাইকেল গত ১৪ অক্টোবর কালীগঞ্জ মেইন স্ট্যান্ড সংলগ্ন মনসুর প্লাজার সামনে থেকে চুরি হয়। চুরির ঘটনার সিসিটিভি ফুটেজ ফেসবুকে বিষয়টি প্রকাশ পাওয়াই টুটুল কিছুদিন আত্মগোপন থাকে এবং গতকাল রোববার সন্ধ্যায় পুনরায় চুরি করতে আসলে চুরি করা মোটর সাইকেলসহ হাতে নাতে জনতার হাতে ধরা পড়ে এবং পূর্বের চুরির দায় স্বীকার করে। এ ব্যাপারে কালীগঞ্জ থানার অফিসার-ইন-চার্জ (ওসি) মুহাঃ মাহফুজুর রহমান মিয়া জানান, ঘটনার সত্যতা স্বীকার করেন। তিনি আরও জানান ঘটনা সাথে জড়িত সন্দেহে একজনকে আটক করা হয়েছে। চুরি যাওয়া মালামাল উদ্ধারের চেষ্টা অব্যাহত রয়েছে।