ঝিনাইদহের কালীগঞ্জে স্বর্ণালী খাতুন (২০) নামে এক গৃহবধূকে পিটিয়ে হত্যা করে মুখে বিষ ঢেলে দেবার অভিযোগ করেছে নিহতের পরিবার। ঘটনাটি ঘটেছে গতকাল সোমবার বিকেলে উপজেলার আজমত নগর গ্রামে। ঘটনার পর থেকে স্বামী সোহান পলাতক রয়েছে। নিহতের চাচাতো ভাই চাঁদবা গ্রামের টিপু জানান গত ৩/৪ মাস পুর্বে তার তার চাচাতো বোনকে ভালবেসে বিয়ে করে পাশ^বর্তী আজমত নগর গ্রামের সোহান এর ঠিক পনের দিন পর আবারও আরেকজনকে ভালবেসে বিয়ে করে সোহান। এই ঘটনার পর থেকে তাদের সংসারে অশান্তি লেগেই থাকতো। এর জের ধরে গতকাল লম্পট সোহান ও তাঁর পরিবারের লোকজন মিলে পিটিয়ে মুখের মধ্যে বিষ ঢেলে দেয় অভিযোগ করে পিতা তরিকুল। এর তাঁর প্রতিবেশীরা তাকে উদ্ধার করে স্থানীয় কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্্ের ভর্তি করলে কতৃব্যরত ডাক্তার তাকে মৃত্যু ঘোষনা করে। এ ব্যাপারে নিহতের পিতা তরিকুল ইসলাম বাদী হয়ে তার জামাই সোহান সহ ৬ জনকে আসামী করে একটি অপমৃত্যু মামলা দায়ের করেছে। এ ব্যাপারে মামলার তদন্ত কর্মকর্তা আশিকুজ্জামান জামান গতকাল সোমবার বিকেল সাড়ে ৫টার দিকে ভিকটিম স্বর্ণালীর সুরোতহাল করি তার গায়ে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। তবে তাকে হত্যা না সে আত্মহত্যা করেছে এ ব্যাপারে ময়না তদন্ত রিপোর্ট পেলেই নিশ্চিত হওয়া যাবে। এদিকে এই ঘটনার পর থেকেই সোহানের পরিবারের লোকজন গাঁঢাকা দিয়েছে। ওসি মাহাফুজুর রহমান মিয়া জানান ময়না তদন্ত রিপোর্ট হাতে পেলেই আসামীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন করা হয়ে। নিহতের লাশ ময়না তদন্ত শেষে আজ বিকেলে তাঁর পিতার বাড়ি চাঁদবাগ্রামে দাফন করা হয়েছে।