বেলাল হুসাইন বিজয়, কালীগঞ্জ(ঝিনাইদহ) “
“শেখ হাসিনার বার্তা, নারী পুরুষ সমতা ” টেকসই আগামীর জন্য, জেন্ডার সমতাই আজ অগ্রগন্য” এসব প্রতিপাদ্যকে সামনে রেখে ঝিনাইদহ জেলার কালীগঞ্জ উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কর্মকর্তা কার্যালয়ের উদ্যোগে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার মধ্যদিয়ে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন করা হয়েছে।
মঙ্গলবার (৮ ই মার্চ) সকাল ১০ টায় আয়োজিত অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার সাদিয়া জেরিনের সভাপতিত্বে, অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্থানীয় সাংসদ আনোয়ারুল আজিম আনার, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান এস এম জাহাঙ্গীর সিদ্দিকী ঠান্ডু, উপজেল ভাইস চেয়ারম্যান শিবলী নোমানী, মহিলা ভাইস চেয়ারম্যান শাহানাজ পারভীন।
এছাড়া আরো উপস্থিত ছিলেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা তাসলিমা বেগম, উপজেলা ফায়ার ষ্টেশনের কর্মকর্তা ড. মামুনুর রশিদ, প্রকল্প বাস্তবায়ন অফিসার আব্দুল্লাহ-হেল আল মাসুমসহ উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা এবং উপজেলার বিভিন্ন মহিলা সংস্থা,গণমাধ্যমকর্মী, সুধী, সমাজসেবক, সাংস্কৃতিক ব্যক্তিত্বসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
এ জাতীয় আরো খবর ....