সংকটকালে তথ্য পেলে জনগনের মুক্তি মেলে’ এই শ্লোগানকে সামনে রেখে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা জনগণের তথ্য অধিকার নিশ্চিত করার লক্ষ্যে দিবসটি পালন করা হয়েছে। সোমবার (২৮ সেপ্টেম্বর)সকাল ১০ টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে কালীগঞ্জ উপজেলা অডিটোরিয়ামে এ আলোচনা সভার আয়োজন করা হয়।
বিশ্বব্যাপী মহামারি করোনা ভাইরাসের বর্তমান পরিস্থিতিতে স্বাস্থ্যবিধি মেনে কর্মসূচি গ্রহণ করা হয়।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সুবর্না রানী সাহা, বিশেষ অতিথি ছিলেন,শহীদ নূর আলী কলেজের অধ্যক্ষ রাশেদ ছাত্তার তরু,সোনার বাংলা ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক শিবু পদ বিশ্বাস,উপজেলা সমাজসেবা অফিসার আসলাম আলী ভূইয়াসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন ইউনিটের কর্মকর্তাগন।
সভা সঞ্চালনা করেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা আব্দুল্লাহ মোঃ সাইদুর রহমান রেজা।