ফিরোজ আহম্মেদ
ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার রায়গ্রাম ইউনিয়নের খর্দ্দরায়গ্রাম দক্ষিণ মাঠে আজ মঙ্গলবার দুপুরে আগুনে পুড়ে ছাই হলো ১৬ জন কৃষকের ২৫ বিঘা জমির পান। এ ঘটনায় প্রায় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। কালীগঞ্জ ফায়ার সার্ভিসের কর্মীরা ৩ ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনে।
কালীগঞ্জ উপজেলা ফায়ার সার্ভিস কর্মকর্তা শেখ মামুনুর রশিদ জানান, দুপুরে মাঠে আগুন লাগে। এ সময় পান চাষীরা ফায়ার সার্ভিসে খবর দিলে ৩ ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনে। এ ঘটনায় এলাকার প্রায় ১৬জন কৃষকের ২০ বিঘা জমির পান পুড়ে ছাই হয়ে গেছে। খরব পেয়ে ঝিনাইদহ ৪ আসনের জাতীয় সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার, উপজেলা ভাইস চেয়ারম্যান শিবলী নোমানী, রায়গ্রাম ইউনিয়নের চেয়ারম্যান আলী হোসেন অপু ক্ষতিগ্রস্থ কৃষকদের সাথে কথা বলেন এবং ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
ক্ষতিগ্রস্থ কৃষক চঞ্চল কুমার সেন জানান ২০১১-১২ সালে ভয়াবহ অগ্নিকান্ডে একই স্থানে প্রায় ১০০ বিঘা পান বরজ পুড়ে ছাই হয়েছিল। অনেক কষ্ট করে পান চাষীরা এনজিও থেকে চড়া সুদে ঋন নিয়ে কেউবা আবার দায় দেনা করে ঘুরে দাড়ানোর স্বপ্ন দেখতে শুরু করে ছিলো সেই স্বপ্ন ভঙ্গ হল নিমিষেই। ভুক্তভোগী আরেকজন পান চাষী জানান প্রায় প্রতি বছর এভাবে একটি মহল উদ্দেশ্যমূলক ভাবে পানের বরজে আগুন লাগিয়ে চাষীদের সর্বশান্ত করে তিনি দাবী করে প্রশাসনের নিকট এই দূর্বত্তরা খুজে বের করে আইনের আওতায় আনার জন্য।